নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ লাগু করার পর এবার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও বাড়াল রাজ্য সরকার। পেনশন বাড়ল প্রায় আড়াই গুণ। মঙ্গলবার নবান্ন থেকে একথা ঘোষণা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, এতদিন যাঁরা ৩৩০২ টাকা বেসিক পেনশন পেতেন তাঁরা এবার থেকে পাবেন ৮৫০০ টাকা। ৩৪২২ টাকা পেনশন বেড়ে হবে ৮৮০০ টাকা। ৬৪৩২ টাকা পেনশন বেড়ে হবে ১৬৫৪০ টাকা। ১১,০০০ টাকা পেনশন বেড়ে হবে ২৮২৭০ টাকা। 


 



এছাড়া ৮০ - ৮৫ বছরের মধ্যে পেনশনভোগীরা পাবেন ২০ শতাংশ অতিরিক্ত টাকা। ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে পাবেন ৩০ শতাংশ অতিরিক্ত পেনশন। ৯৫ থেকে ১০০ বছর বয়সীরা পাবেন ৪০ শতাংশ অতিরিক্ত পেনশন। ১০০ বছরের ওপরে বয়স হলে ১০০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবেন সেই পেনশনভোগী। 


অনুপ্রবেশকারী তাড়াতে স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা, অতীত মনে করালেন অমিত


এর ফলে রাজ্য সরকারি অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন হল ৮,৫০০ টাকা। এছাড়া পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,৫০০ টাকা করা হয়েছে বলে এদিন নবান্ন থেকে জানানো হয়েছে।