নিজস্ব প্রতিবেদন: পুনর্গণনার আদেশ দিলে প্রাণনাশের হুমকি! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগের পর এবার নন্দীগ্রামের রির্টানিং অফিসারের (RO) বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি নিরাপত্তা পেলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের ভোটে ফল ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরল তৃণমূলই। বুধবার যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তখন নন্দীগ্রাম নিয়ে চাপানউতোর অব্যাহত। এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে সামান্য ব্যবধানের যুক্তি দেখিয়ে ইভিএমে কারচুপির অভিযোগে ইতিমধ্যেই কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। পুনর্গণনার দাবি জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে।


এদিকে নন্দীগ্রামে যিনি রিটার্নিং অফিসার (RO) ছিলেন, তিনি কিন্তু পুনর্গণনার দাবি খারিজ করে দিয়েছেন। সোমবার নিজের ফোনে একটি এসএমএস দেখিয়ে মমতা (Mamata Banerjee) দাবি করেন, নন্দীগ্রামের রিটার্নিং অফিসার এটি পাঠিয়েছেন। তবে কাকে পাঠানো হয়েছে, তা ভাঙতে চাননি তৃণমূল নেত্রী। কী বলা হয়েছে ওই এসএমএসে? সাংবাদিকদের পড়ে শোনানো হয়, 'প্লিজ সেভ মি। আমার কাছে আত্মহত্যা ছাড়া বিকল্প নেই। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমার ছোট মেয়ে রয়েছে।' এরপর মমতা বলেন, 'বুঝতে পারছেন কী হয়েছে! সব জায়গায় এক ফল আর একটা জায়গায় হঠাৎ ৮ হাজার ভোট হয়ে গেল জিরো। ৪ ঘণ্টা সার্ভার ডাউন করে রেখে দিয়েছিল। ৪০ মিনিট লোডশেডিং করে রেখেছিল। মেশিন পাল্টেছে। অনেক কিছু করেছে।  মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করানো হচ্ছে রিটার্নিং অফিসারকে।' 


তৃণমূলনেত্রীর সাংবাদিক সম্মেলনের পর নড়চড়ে বসেছে কমিশন। তাদের নির্দেশ, 'নন্দীগ্রামে রির্টানিং অফিসারের নিরাপত্তার বিষয়ে কড়া নজরদারি ও পর্যালোচনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত পশ্চিমবঙ্গে সরকারের। চিকিৎসাজনিত সহায়তা ও পরামর্শও দেওয়া উচিত তাঁকে'। 


 




কমিশনের নির্দেশ মেনেই নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য সরকার।