নিজস্ব প্রতিবেদন: সারদা-নারদা জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের এই এক মন্তব্যই তোলপাড় তুলেছে রাজ্য বিজেপিতে। এহেন মন্তব্যের পর মুলরীধর সেন স্ট্রিটে বইছে মুকুল বিরোধী হাওয়া। জল মাপতে শনিবার কলকাতায় আসছেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চোর-পুলিস খেলা! অল্পের জন্য হাতছাড়া বিমল গুরুং


বুধবার রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দেওয়ার পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যাকে সারদা ও নারদকাণ্ডে ক্লিনচিট দেন মুকুল রায়। বলেন, সারদা-নারদ নেতাদের ব্যক্তিগত ব্যাপার, এসব মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। বিজেপি নেতাদের একাংশের মতে, যাঁকে নিয়ে দল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার রণনীতি ঠিক করা হচ্ছিল তা ধাক্কা খেয়েছে। অনেকের মতে আবার সারদাকাণ্ড সামলাতে পরিকল্পনামতো মুকুল বিজেপিতে যোগদানের চেষ্টা চালাচ্ছেন। এসব জেনে তাঁকে দলে নিতে নারাজ অধিকাংশ নেতাই।


আরও পড়ুন - "এভাবে চলে যেতে পার না", শহিদ স্বামীকে জড়িয়ে আর্তি স্ত্রীর


এই পরিস্থিতিতে শনিবার কলকাতায় আসছেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও শিব প্রকাশ। কলকাতায় নেতাদের সঙ্গে কথা বলে তাঁরা মুকুল রায়কে দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর।