ওয়েব ডেস্ক: ফের গুরুংকে ধরতে সিকিমে অভিযান পশ্চিমবঙ্গ সিআইডির। শনিবার যদিও অল্পের জন্য হাতছাড়া হন বিমল গুরুং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমল গুরুংকে গ্রেফতার করতে শনিবার বাংলা- সিকিম সীমানার নামচিতে অভিযান চালায় পশ্চিমবঙ্গ সিআইডি ও পশ্চিমবঙ্গ পুলিশ। সঙ্গে ছিল সিকিম পুলিশও। এই প্রথম সিকিম পুলিশকে সঙ্গে নিয়ে গুরুংকে ধরতে অভিযান চালাল পশ্চিমবঙ্গ পুলিশ। 


আরও পড়ুন - বাড়তি চিকিত্সক দেওয়া যাবে না হাবড়া হাসপাতালে, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন


সিআইডি সূত্রের খবর, গত কয়েকদিন ধরে গুরুং নামচি রয়েছেন বলে খবর মেলে। সেখানে তাঁর গতিবিধির ওপর লক্ষ্য রাখার পর শনিবার অভিযান চালায় পুলিশ। তবে পুলিশ পৌঁছনোর আগেই এলাকা ছাড়েন গুরুং। এর আগেও গুরুংকে ধরতে সিকিমে অভিযান চালিয়েছিল পশ্চিমবঙ্গ সিআইডি। সেবারও কোনও রকমে পালিয়ে বাঁচেন গুরুং।