নিজস্ব প্রতিবেদন: মোদী-শাহদের বাংলায় ২ মিনিট ভাষণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'বহিরাগত বনাম বহারি' লড়াইয়ে তা নয়া মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ। এর পাশাপাশি এ দিন উন্নয়ন নিয়ে বিজেপি নেতাদের বিতর্কে আহ্বানও করেছেন।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন ঝাড়গ্রামের নয়াগ্রামের সভায় অভিষেক (Abhishek Banerjee) বলেন,'নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda), কৈলাস বিজয়বর্গীয়রা (Kailash Vijayvargiya) সভা করতে আসছেন। চ্যালেঞ্জ করছি ২ মিনিট বাংলায় কথা বলে দেখান। আমি ১ ঘণ্টা হিন্দিতে কথা বলব। আপনি বললে অসম যাব, হরিয়ানা যাব, দিল্লি যাব, মধ্যপ্রদেশ যাব। যে প্রান্তে দাঁড় করিয়ে হিন্দি বলাবেন, আমি কাগজ ছাড়া বলব। আপনারা অভিজ্ঞ নেতা বাংলায় ২ মিনিট বলতে পারবেন না! কোনও কাগজ ছাড়া ২ মিনিট বলতে হবে।'


অভিষেক (Abhishek Banerjee) কটাক্ষ,'সোনার বাংলা বলতে পারছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে গিয়ে পিণ্ডি চটকে দিয়েছে। কবিগুরু আমাদের মাঝে থাকলে লজ্জায় মাথা লুকানোর জায়গা পেত না! বহিরাগত প্রসঙ্গ টেনে অভিষেক মন্তব্য করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। বহিরাগতদের বিতাড়নের লড়াই।'   


মোদী-মমতার উন্নয়ন নিয়ে বিতর্কের আহ্বানও করেছেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, 'পরিসংখ্যান ও উন্নয়নের নিরিখে লড়াই হবে। আপনার চ্যানেল আপনার সঞ্চালক থাকবে। ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।'  তাঁর সংযোজন, 'মোদীজি বলেছেন না খেলা হবে না, উন্নয়ন হবে। ৭ বছরে তোমার রিপোর্টকার্ড কোথায় মোদীবাবু? আমার দিদি তো রিপোর্টকার্ড দিয়েছে। উন্নয়নের হিসাব কোথায়? বলছে, উন্নয়ন হবে। বিজেপির উন্নয়ন কৃষক আত্মহত্যা আর নাবালিকা গণধর্ষণ। বিজেপির উন্নয়ন দলিত, এসসি, এসটি-কে শোষণ। একদিকে বড় বড় ভাষণ, আর একদিকে বিনা পয়সায় রেশন। একদিকে বাংলার মেয়ে আর একদিকে বহিরাগত- কোনটা বাছবেন সেই সিদ্ধান্ত আপনাদের।'


আরও পড়ুন- WB assembly election 2021 : সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে কমিশনে দরবার এবার তৃণমূলের