নিজস্ব প্রতিবেদন : একুশের ভোটে (West Bengal election 2021) বাংলা বিজয় নিশ্চিত! এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তাই দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়ার নির্দেশও দিয়েছেন ইতিমধ্যে। তবে শুধু দলীয় নেতাদের নির্দেশ দিয়েই ক্ষান্ত নন 'ক্যাপ্টেন' মোদী, নিজেও ফের আসছেন ভোটমুখী বাংলায় প্রচারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ২দিন করে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে আসছেন শাহ। তারপর আসছেন মোদী। আগামিকাল রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। রবিবার, ১৪ মার্চ, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খড়্গপুর সদরে বিজেপি তারকা প্রার্থী হিরণের সমর্থনে রোড শোয়ে অংশ নেবেন শাহ। এরপর পরদিন ১৫ তারিখ, সোমবার, বাঁকুড়ায় খাতরার রানিবাঁধে যাবেন তিনি।


শাহের পরই রাজ্যে আসছেন মোদী (Narendra Modi)। ৭ মার্চের ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের বঙ্গ সফরে মোদী। ১৮ মার্চ, বৃহস্পতিবার, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি (BJP) সূত্রে খবর, ১৮ মার্চ পুরুলিয়ায় যাবেন মোদী। তারপর একদিন বাদে ফের ২০ তারিখে, শনিবার, আবার নির্বাচনী প্রচারে বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। ২০ মার্চ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর কর্মসূচি রয়েছে। এমনটাই জানা গিয়েছে। যদিও মোদীর সফর চূড়ান্ত হলেও, রাজ্য বিজেপির তরফে এখনও তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন, WB election 2021 : দফা প্রতি প্রায় ১০০০ কোম্পানি! নজিরবিহীন বাহিনী মোতায়েন বঙ্গ ভোটে


Mamata Banerjee Health Update : কমিশনে মুখ্যসচিবের রিপোর্টেই মান্যতা পেল না মুখ্যমন্ত্রীর অভিযোগ