WB Assembly Election 2021: তৃণমূলে যোগ দিলেন বিজেপির Yashwant Sinha

WB Assembly Election 2021: তৃণমূলে যোগ দিলেন বিজেপির Yashwant Sinha

Updated By: Mar 13, 2021, 01:23 PM IST
WB Assembly Election 2021: তৃণমূলে যোগ দিলেন বিজেপির Yashwant Sinha

নিজস্ব প্রতিবেদন: দলবদলের পালা অব্যাহত। তৃণমূলে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন অটল বিহারি বাজপেয়ী সরকারের মন্ত্রী। শনিবার সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনে উপস্থিতিতে দলে যোগদান করেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর আমলে যোগদান করেন বিজেপিতে (BJP)। বাজপায়ী সরকারের জমানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকেরও দায়িত্বে ছিলেন তিনি। বর্তমান বিজেপি নেতৃত্বের সঙ্গে বিশেষ করে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এরপর তিনি দলত্যাগ করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা ছিল তাঁর। 

আরও পড়ুন: West Bengal election 2021 : সব নজর এখন বাংলায়! ফের ২ দিন করে রাজ্য সফরে Modi-Shah

১৯৮৪ সালে জনতা দলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন যশবন্ত। কেন্দ্রীয় অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে দলের রাশ ওঠার পর থেকেই, গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে। মোদী-শাহের হাতে বিজেপি-র চিন্তা-ভাবনা গণতন্ত্র বিরোধী হয়ে দাঁড়িয়েছে বলে একাধিক বার অভিযোগও করেন তিনি। এরপর ২০১৮ সালে বিজেপি ছেড়ে দেন যশবন্ত বেরিয়ে আসেন তিনি।

.