নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে ভোট দিতে হবে! হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এজেন্টদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কারও হাতে চোট লেগেছে, তো কারও আবার মাথা ফেটেছে। এমনকী, মহিলাদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। শাসকদলের দাবি, তাঁদের আশ্রাব্য গালিগালাজ করেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছ়ড়িয়ে ছড়াল ১৮৫ নম্বর বুথে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশে ভোটে নজরে কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারে সভায় বাহিনীকে ঘেরাও করার বার্তা দিয়েছিলেন মমতা। তৃণমূলনেত্রীকে যখন শোকজ করল কমিশন, তখন  সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের তেতে উঠল সেই কোচবিহারেরই শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারালেন ৪। দুপুরের মধ্য়ে সবমিলিয়ে মৃত্যুর খবর এল ৫ জনের। শীতলকুচির ১২৬ নম্বর বুথে আপাতত বন্ধ ভোটগ্রহণ। বিকেলের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন।


আরও পড়ুন: WB Assembly Election 2021: মাথায়ভাঙায় বাহিনীর গুলিতে মৃত ৪, কেন চলল গুলি? দেখুন ভিডিয়ো


এদিকে গুলিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ইস্তফা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamat Banerjee)। ফের একবার অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে চলছে নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার তৃণমূলনেত্রী নিজে শীতলকুচি যাচ্ছেন। অমিত শাহের পদত্য়াগের দাবিতে গোটা কালো ব্যাজ পরে গোটা রাজ্যে মিছিলের কর্মসূচি নিয়েছে তৃণমূল। স্রেফ চাপ দেওয়াই নয়, হাওড়ার পাঁচলায় আবার বিজেপিকে ভোট দেওয়ার দাবিতে তৃণমূল এজেন্টদের 'বেধড়ক মারধর' করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আক্রান্তেরা।