নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার বারাকপুরে (Barrackpore) ভোটগ্রহণ। তার আগে ওই কেন্দ্রে ২ জন পুলিস পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন (Election Commission)। চলতি ভোটে ১ জন পর্যবেক্ষককে ১টি বা তার বেশি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ব্যতিক্রমী বারাকপুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারাকপুরে (Barrackpore) বুথের সংখ্যা ৪২৫। ওই কেন্দ্রের সব বুথকে স্পর্শকাতর তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচনে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ভোটের আগে থেকে উত্তপ্ত বারাকপুর। সে কারণে হিংসা রুখতে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নিয়োগ করা হল ২ জন পুলিস পর্যবেক্ষককে। ওই কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 


ষষ্ঠ দফার নির্বাচনে (West Bengal 6th Phase Election 2021) ৪৩টি আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার। তার আগে গতকাল জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এই দফায় কয়েকটি কেন্দ্রকে বিশেষ তালিকায় ফেলার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। বেশিরভাগ কেন্দ্রই উত্তর ২৪ পরগনায়।


আরও পড়ুন- রাজ্যে টিকাকরণের জন্য ১০০ কোটির তহবিল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ Mamata-র