নিজস্ব প্রতিবেদন: আমার পা-টা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন। মন্তেশ্বরের জনসভা থেকে এমন বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর (TMC Supremo) আরও অভিযোগ, অমিত শাহের অঙ্গুলিহেলনে মাথাভাঙায় তাঁর দলের প্রার্থীর উপরে হামলা করা হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে খুনের পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা (Mamata Banerjee)। বলেন,'আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলোচ্ছেন! আর কারও কাছে পাঁচশো টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? একটা মিটিংয়ে কত টাকা দেন! আমি এসব কথা বলার পর জানি আপনারা আমাকে খুন করার প্ল্যান করবেন। আমার পা-টা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন। আমার যায় আসে না। যতদিন বাঁচব বাঘের বাচ্চার মতো লড়ব। যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই।'


চতুর্থ দফার ভোটের (West Bengal Election 2021) আগে রাজ্যে ফের এসেছেন অমিত শাহ (Amit Shah)। মমতার পাড়া ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারও করছেন। ঠিক তখনই শাহকে নিশানা করলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। তাঁর কথায়, 'মাথাভাঙায় আমার তপশিলি প্রার্থীকে গতকাল প্ল্যান করে মারা হয়েছে। অমিত শাহ নোজ এভরিথিং। অমিত শাহ সব জানে। বসে বসে সব প্ল্যানিং করছে। দেশের কাজ না করে একটা হোম মিনিস্টার এখানে বসে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে। বাংলায় লোক খুন করাবে। বাংলা মারবে। বাংলায় গুন্ডামি করবে। বাংলায় চক্রান্ত করবে। নরেন্দ্র মোদীকে বলব হোম মিনিস্টারকে কন্ট্রোল করুন। দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে, খুন করছে পুলিসদের অসৎ পথে নিয়ে যাচ্ছে। এতে বিজেপির সুনাম হচ্ছে না।' 


West Bengal Election 2021: গুরুত্ব দিয়ে দেখা উচিত নির্বাচন কমিশনের, Zee ২৪ ঘণ্টার উপরে হামলার নিন্দায় Shah