নিজস্ব প্রতিবেদন: 'তোলাবাজ ভাইপো হঠাও' মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েই আহ্বান করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর থেকে প্রতিটি সভায় নিয়ম করে 'তোলাবাজ ভাইপো' বলে কটাক্ষ করে চলেছেন। শনিবার হলদিয়ায় ভোটপ্রচারের (West Bengal Election 2021) সভায় 'তোলাবাজ' বলে পাল্টা আক্রমণে হাঁটলেন মমতা (Mamata Banerjee)। বলেন,'তৃণমূল কংগ্রেস স্নেহ দিয়ে বড় করেছে। তাঁর থেকে বড় তোলাবাজ কেউ আছে? সে তো এখন বিজেপি দল করে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারও নাম নেননি মমতা। তবে অধিকারী-তনয় যে নিশানায় তা বুঝিয়ে তৃণমূল নেত্রী (TMC Supremo) বলেন,'তৃণমূল কংগ্রেস যাকে স্নেহ দিয়ে বড় করেছে, তাঁর চেয়ে বড় তোলাবাজ কে আছে বলুন! ওঁর থেকে বড় তোলাবাজ কেউ আছে? সে তো এখন বিজেপি দল করে। তৃণমূল কংগ্রেস এগুলো সমর্থন করে না। বিজেপিতে গেছে টাকা বাঁচাতে। আর নিজেকে জেল থেকে বাঁচাতে।' 


গতকালের মতো এ দিনও মমতা (Mamata Banerjee) দাবি করেন,'আমাকে হলদিয়ায় আসতে দিত না মা-ভাই-বোনেরা। আমায় পারমিশন নিতে হবে পূর্ব মেদিনীপুর আসতে গেলে।  এগরায় গেলে পারমিশন নিতে হত। নন্দীগ্রামে গেলে পারমিশন নিতে হবে। খেজুরিতে গেলে পারমিশন লাগত। যেন জোতদার, জমিদার বসে  আছে। বেঁচে গিয়েছি। আপদ বিদায় হয়েছে। যখন ইচ্ছে আসতে পারি, যখন ইচ্ছে কাজ করতে পারি।' 


আরও পড়ুন- West Bengal Election 2021: বাড়ি বয়ে Sisir-কে 'শাহি সভা'য় নেমন্তন্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Mansukh-র