West Bengal Election 2021:`ভোট দিতে দিচ্ছে না, প্লিজ দেখুন`, নন্দীগ্রামের বুথ থেকে রাজ্যপালকে ফোন Mamata-র
বুথ থেকে রাজ্যপালকে (Governor) ফোনে নালিশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: বয়ালের বুথে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাজির হতেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বয়ালের ৭ নম্বর বুথে তৃণমূলকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল নেত্রী। তাঁকে ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি দেন বিজেপি কর্মীরা। সেখান থেকে রাজ্যপালকে ফোন করে নালিশ করলেন মমতা।
বয়ালে ৭ নম্বর বুথে দলীয় এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ পেয়ে ছুটে যান মমতা (Mamata Banerjee)। ঘটনাস্থলে তিনি পৌঁছতেই 'জয় শ্রী রাম' ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মীরা। তার পাল্টা 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন তৃণমূলের সমর্থকরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সুষ্ঠু ভোট হচ্ছিল। অশান্তি ছড়াতে এসেছেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে লোক আনা হয়েছে। তার পাল্টা তৃণমূলের অভিযোগ, সকাল থেকে তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। ভোটদানে বাধা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে জানান, রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব তাঁর হাতে নেই। এই ঘটনায় ব্যবস্থা নিন। সংবাদ সংস্থা এএনআই-র ভিডিয়ো অনুযায়ী, মমতা রাজ্যপালকে বলছেন, 'ওরা সকাল থেকে কাউকে ভোট দিতে দেয়নি। আমি আপনার কাছে আবেদন করছি। প্লিজ দেখুন।'
রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটারে জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই সংশ্লিষ্টমহলে জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস করছি।'
আরও পড়ুন- Narendra Modi Live: আর এক মাস পরেই আসছে আসল পরিবর্তন: মোদী