নিজস্ব প্রতিবেদন: রাজনীতির অক্ষে উল্টো মেরুর। একজন ডান দিকে, আর একজন বাম দিকে। কথা হচ্ছে চন্ডীতলার দুই প্রার্থীকে নিয়ে - মহম্মদ সেলিম (Md Salim) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। প্রচারের মাঝেই কুশল বিনিময় করলেন তাঁরা। সেই ছবি হয়ে উঠল রাজনীতির আখড়ায় সৌজন্যের নির্দশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চন্ডীতলায় এবার বিজেপি টিকিট দিয়েছে অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)। পুরোদমে প্রচার করছেন অভিনেতা। এ দিন জনাই রোড ধরে এগিয়ে চলছিল যশের প্রচার-শো। ঠিক তখনই সিপিএম প্রার্থী প্রচার করতে বেরিয়েছেন। মহম্মদ সেলিমকে (Md Salim) দেখে গাড়ি দাঁড় করান অভিনেতা। পায়ে হাত দিয়ে প্রণাম করে চেয়ে নেন আশীর্বাদ। পাল্টা সৌজন্য দেখাতে কার্পণ্য করেননি সিপিএম প্রার্থীও। প্রতি নমস্কার সেরেছেন। তবে বিরোধী শিবিরের অনুজ প্রার্থীকে মহম্মদ সেলিম, 'যশস্বী ভবঃ' বলেছেন কিনা, তা অবশ্য অজ্ঞাত।  


'হিরো'কে হাতের কাছে পেয়ে সিপিএম কর্মীরাও সুযোগের হাতছাড়া করেননি। হাত মিলিয়েছেন। ছবি তুলেছেন। নিজস্বীও বাদ যায়নি। হাসিমুখেই প্রতিপক্ষের 'পদাতিক'দের আবদার রেখেছেন বিজেপির তারকা প্রার্থী। 


আরও পড়ুন- West Bengal Election 2021: আমাদের সার্টেন পারসেন্টেজ বুথে লোক যেতে পারবে না, এবার ফাঁস Mukul-র অডিয়ো