নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক ভোট প্রবণতায় অনেকটাই ব্যবধান বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য বলছে,ভোট প্রবণতায় ১৮৭টি আসনে এগিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১০০ আসন পার করতে পারছে না বিজেপি (BJP)। তারা এগিয়ে ৮৪ আসনে। এই প্রবণতা বজায় থাকলে প্রশান্ত কিশোরের দাবিই মিলতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে  ভোটগ্রহণ হয়েছে ২৯২ আসনে। তার মধ্যে ২৭১টি আসনের ভোট প্রবণতা অনুযায়ী, ১৮৭ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। বিজেপি এগিয়ে ৮৪ আসনে। রাজ্যের সরকার গড়তে দরকার ১৪৮ আসন। ফলে, ভোট প্রবণতায় জাদু সংখ্যা পার ফেলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।      


গত লোকসভা ভোটে বাংলায় ১৮ আসন পেয়েছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারা  প্রতিশ্রুতি দিয়েছেন,'এবার আসল পরিবর্তন। ক্ষমতায় আসলে ৫ বছরে সোনার বাংলা গড়ব।' অন্যদিকে,  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন,'বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেব না। বাংলাকে গুজরাটিরা চালাবে না।' 


আরও পড়ুন- 'সময় গড়ালে এগিয়ে যাব', নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী Mamata