'সময় গড়ালে এগিয়ে যাব', নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী Mamata

'দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি', ভোট প্রবণতা দেখে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: May 2, 2021, 12:00 PM IST
'সময় গড়ালে এগিয়ে যাব', নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী Mamata

নিজস্ব প্রতিবেদন: ভোটপ্রবণতায় তৃণমূলের পক্ষে জনাদেশের ইঙ্গিত পেয়ে ঘনিষ্ঠমহলে সন্তোষপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।   

মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,'দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি।' নন্দীগ্রামে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এনিয়েও আশঙ্কিত নন মমতা (Mamata Banerjee)। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন,'সময় গড়ালে এগিয়ে যাব।'         

এ দিন পোস্টাল ব্যালটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস (TMC)। বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ছিল ক্ষোভ। সেই ক্ষোভের প্রতিফলন ব্যালটে পড়েনি বলেও খুশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।     

আরও পড়ুন- West Bengal Assembly Election Result 2021: গণনার আগে বোমাবাজি বেলেঘাটায়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

.