নিজস্ব প্রতিবেদন:'বিজেপির হয়ে খবর করতে এসেছিস। তৃণমূলের বিরুদ্ধে খবর করবি?' এই বলে Zee ২৪ ঘণ্টার সাংবাদিকের উপরে চড়াও হল একদল দুষ্কৃতী। ভাঙচুর করে দেওয়া হল গাড়ির কাঁচ। কোনওক্রমে রক্ষা পেলেন রিপোর্টার মৈত্রেয়ী ভট্টাচার্য ও ক্যামেরাম্যান।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেশপুরের (Keshpur) বিজেপি প্রার্থী প্রীতীশরঞ্জন কোঙার জানতে পারেন, গুনহারা এলাকায় বুথ দখল করা হয়েছে। সেই খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। খবরের সত্যতা জানতে ঘটনাস্থলে হাজির হয় Zee ২৪ ঘণ্টা। এরপরই বাড়ি থেকে বেরিয়ে এসেছে একদল লোক। তাদের হাতে দা, কাঠারি, লাঠি, বাঁশ। সাংবাদমাধ্যমের গাড়ি থেকে তারা এগিয়ে এসে বলে, 'বিজেপির হয়ে খবর করতে এসেছিস। তৃণমূলের বিরুদ্ধে খবর করবি।' হাতজোড় করে তাদের কাছে অনুরোধ করেন Zee ২৪ ঘণ্টার প্রতিনিধি। কিন্তু, কোনও কথাই কানে যায়নি দুষ্কৃতীদের। এরপরই চারদিক থেকে গাড়ি ঘিরে চলে কাঁচ ভাঙচুর।


হাতে চোট লেগেছে ক্য়ামেরাম্যানের। এলাকার এক তৃণমূল নেতার নাম করে রক্ষা পান মৈত্রেয়ী ভট্টাচার্য। গাড়িটি ওই এলাকা থেকে বেরিয়ে যেতে দেয় দুষ্কৃতীরা। খবর করতে গিয়ে আক্রান্ত হচ্ছে সংবাদমাধ্যম। এ ঘটনা গণতন্ত্রের লজ্জা!   


ঘটনাটি জানার পর কেশপুরে পুলিসকে পাঠায় নির্বাচন কমিশন। নামানো হয়েছে বিশাল বাহিনী। গোটা এলাকায় চলছে তল্লাশি।         


আরও পড়ুন- West Bengal Election 2021: কৈলাসপুত্র Akash-র মানহানির মামলায় Abhishek-কে হাজিরার সমন ভোপাল আদালতের