নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়তে থাকা কোভিড সংক্রমণ মোকাবিলায় এবার আরও একটি টাস্ক ফোর্স গঠন করল স্বাস্থ্য দফতর। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেখানেই ৬ সদস্যের একটি অ্যাপেক্স টাস্ক ফোর্স গঠন করা হয়। নয়া টাস্ক ফোর্সের শীর্ষে রয়েছেন আলাপন বন্দোপাধ্যায় নিজেই। এছাড়াও গৃহ ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি, অর্থ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, কলকাতা পুলিস কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব। রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন তাঁরা। এই টাস্ক ফোর্সকে সহায়তার জন্য ৬ IAS অফিসারের একটি কার্যকমিটিও তৈরি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  মালবাজারে Covid পরিস্থিতি খারাপ, Lockdown চাইছে স্থানীয়রা


প্রসঙ্গত, এদিন কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিংয়ে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এই প্রথম নয়, নির্বাচনী প্রচারে ব্যস্ততার কারণে কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের কয়েকটি মিটিংয়েই পরপর হাজির হননি তিনি। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯০৪ জন। মোট মৃত্যু ১০ হাজার ৭৬৬ জন।