নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। কলকাতার কাছেই তৈরি হবে ইডেন গার্ডেন্সের ধাঁচে আরও ১টা ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়াম নির্মাণে মূল পরামর্শদাতার ভূমিকায় থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার নবান্ন থেকে এই খবর মিলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্নের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম। ৫০ একর জমিতে তৈরি হবে স্টেডিয়ামটি। বর্তমানে নগরোন্নয়ন দফতরের অধীনে রয়েছে এই জমি। স্টেডিয়ামের নকসা তৈরিতে প্রধান পরামর্শদাতার ভূমিকায় থাকবেন সৌরভ গাঙ্গুলি। এই নিয়ে সোমবার সৌরভ গাঙ্গুলির সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একপ্রস্থ বৈঠকও হয়েছে। ইতিমধ্যে জমিটি ঘুরেও দেখেছেন সৌরভ। 


রাজ্যে বর্তমানে একটিই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সেটি হল ইডেন গার্ডেন্স। দেশের একাধিক রাজ্যে ৩টি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সেক্ষেত্রে এই স্টেডিয়াম তৈরি হলে ক্রিকেটের দ্বিতীয় ভেন্যু পাবে পশ্চিমবঙ্গ।