নিজস্ব প্রতিবেদন: বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এবার সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কৃষিঋণের মতো এক্ষেত্রেও ঋণ মিলবে মাত্র ৭ শতাংশ সুদের হারে। সময়ে ঋণ শোধ করলে সুদের হার হবে ৪ শতাংশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



নবান্ন সূত্রের খবর, রাজ্যের শহরাঞ্চলগুলিতে বস্তিবাসী বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছে সরকার। সেজন্য এবার সমবায় দফতরের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কাছে ঋণ পৌঁছে দিতে চলেছে সরকার। এক সমীক্ষায় প্রকাশ, রাজ্যের বস্তিগুলিতে অন্তত ১০ লক্ষ বেকার যুবক-যুবতী রয়েছেন। তাদের স্বনির্ভর করতেই মূলত এই উদ্যোগ। 


হেলমেটহীন বেপরোয়া বাইক রুখতে মধ্য কলকাতা জুড়ে পুলিসি ধরপাকড়


কৃষিঋণের মতো এই ঋণও মিলবে সমবায় দফতর থেকে। যোগ্যতা প্রমাণ করলে তবেই মিলবে ঋণ। সময়ে ঋণ শোধ করলে মিলবে ফের ঋণ নেওয়ার সুযোগ।