নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ৭ জেলার জেলাশাসক রদবদল করল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজয় ভারতী এতদিন ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে বীরভূমের জেলাশাসক করে।


পূর্ব বর্ধমানের ডিএম হলেন এনামুল হক।


মৌমিতা গোদারা বসু ছিলেন বীরভূমের জেলাশাসক। তাঁকে বদলি করা হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসকের পদে।


আরও পড়ুন-রাজ্য-রেল বৈঠক, ৬০০ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন


আইএএস সুমিত গুপ্তা এতদিন ছিলেন WBIDC-র একজিকিউটিভ ডিরেক্টর পদে। তাকে পাঠানো হচ্ছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক হিসেবে।


উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী স্পেশাল সেক্রেটারি হোম হয়েছেন।


শশাঙ্ক শেঠি এতদিন ছিলেন পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে। তিনি এখন থেকে দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্ব সামলাবেন।


অভিষেক কুমার তিওয়ারি এতদিন ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন পদে।


আরও পড়ুন-'বিমল গুরুং আইনের ঊর্ধ্বে না, একসাথে কাজ সম্ভব নয়', বিস্ফোরক বিনয়


বিভু গোয়েল ছিলেন নদিয়ার জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিএম পদে।


নদীয়ার জেলাশাসক হলেন পার্থ ঘোষ। উনি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ছিলেন।


পোন্নাবলম এস ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এল অ্যান্ড এলআর করে।