জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমিত শাহ রাজ্যে এসে বলে গিয়েছেন গত ৫ দফার ভোটেই ফয়সলা হয়ে গিয়েছে। কেন্দ্রে সরকার গড়ছে এনডিএ। এবার শুধু ব্যবধান বাড়ানোর পালা। অন্যদিকে, বিরোধীদের দাবি চারশো পার বিজেপির স্বপ্নই রয়ে যাবে। এরকম এক পরিস্থিতির মধ্যে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহন হচ্ছে। আজ ৮ আসনে ভোট নেওয়া হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজভবনে শ্লীলতাহানির অভিযোগের জের, রাজ্যপালের নিশানায় ৩ অফিসার
 
শনিবার ভোট নেওয়া হচ্ছে ৪ জেলার মোট ৮ আসনে। তালিকায় রয়েছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, পুরুলিয়া। লড়াইয়ের ময়দানে রয়েছেন অভিনেতা দেব, প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের মতো প্রার্থী। বলা যেতে পারে আগামিকাল শুভেন্দুর গড় ভোটে গ্রহণ।


তমলুক


তমলুক আসনে এবার লোকসভায় বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিচারপতি থাকাকালীন যিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ৷ প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ এবারের লোকসভা ভোটে বঙ্গের কনিষ্ঠ প্রার্থী দেবাংশু, তৃণমূলের যুব সংগঠনের নেতা ৷ মাঝে মধ্যেই ঘাসফুলের হয়ে বিতর্কসভায় অংশ নিয়ে তিনিও বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন ৷


 মোট কেন্দ্রীয় বাহিনী: ১৩০ কোম্পানি।


স্পর্শকাতর বুথে নিরাপত্তা: প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান ও কুইক রেসপন্স টিম।


নাকা পয়েন্ট: ১১টি


ক্যামেরা ও ওয়েবকাস্টিং:


সব বুথে


 মোট ভোটার: ১৮ লক্ষ


৫০ হাজার ৫৩৪


মহিলা ভোটার: ৯ লক্ষ


১ হাজার ৩৯৩


পুরুষ ভোটার: ৯ লক্ষ ৪৬ হাজার ৫২০


তৃতীয় লিঙ্গ: ৩৯ জন


মোট প্রার্থী : ৯


কাঁথি


বিধানসভা
চন্ডীপুর
খেজুরি
ভগবানপুর
পটাশপুর,
উওর কাঁথি
দক্ষিণ কাঁথি
রামনগর


মোট কেন্দ্রিয় বাহিনী : ২১৮কোম্পানী
স্পর্শকাতর বুথে নিরাপত্তা : প্রতি বুথে চারজন কেন্দ্রিয় জওয়ান ও কুইক রেসপন্স টিম।
কন্ট্রোলরুম: ০৩২২০- ২৫৬২০২/ ২৫৬২০৩
নাকা পয়েন্ট : ২৩
ক্যামেরা ও ওয়েব কাস্টিং:  সব বুথে
মোট ভোটার : ১৭৯৪৫৩৭
মহিলা ভোটার : ৮৭২৭৯২
পুরুষ ভোটার : ৯২১৭৩৭
তৃতীয় লিঙ্গ : ৮
মোট প্রার্থী : ৯


ঝাড়গ্রাম


ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭৭৯৭৯৪। মহিলা ভোটার ৮৮৯৭২৪।  পুরুষ ৮৯০০৫১, তৃতীয় লিঙ্গ ১৯।
মোট ভোটগ্রহণ কেন্দ্র ২০১৮
ঝাড়গ্রাম জেলায় ৪ টি বিধানসভার জন্য ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৭০০ রাজ্য পুলিস।
বাকি -পুরুলিয়ার বান্দোয়ান, মেদিনীপুর এর গড়বেতা ও শালবনি তে আলাদা বাহিনী।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ১৩ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে
নয়াগ্রাম বিধানসভার মোট ভোটার ২৩৭১১৪
মোট ভোট গ্রহণ কেন্দ্র ২৬৫


গোপীবল্লভপুর বিধানসভা মোট ভোটার ২৩৫৩৪১ ভোটগ্রহণ কেন্দ্র ২৮৭


ঝাড়গ্রাম বিধানসভা মোট ভোটার ২৪৫৪৮৮ ভোট গ্রহণ কেন্দ্র ২৫৯


 বিনপুর বিধানসভা মোট ভোটার ২৩১৪৯০ ভোট গ্রহণ কেন্দ্র ২৮৫


গড়বেতা বিধানসভা মোট ভোটার ২৪১৭৪১ ভোট গ্রহণ কেন্দ্র ২৬৫


শালবনি বিধানসভা মোট ভোটার ২৮৮৮৭৯ ভোটগ্রহণ কেন্দ্র ৩১৪


বান্দোয়ান বিধানসভা মোট ভোটার ২৯৭৩৩৯  ভোট গ্রহণ কেন্দ্র ৩৪৩



পুরুলিয়া


পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী ১২ জন ।মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৯০৩ টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকছে ১০ টি। স্পর্শকাতর  ভোট গ্রহণ কেন্দ্র - ২০১ টি। মোট ভোট কর্মী ১১ হাজার ৬৩৩ জন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১৩৭ কোম্পানি। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৬ হাজার ৩৬৬ জন।  মোট ভোটার ১৮ লক্ষ ১৯ হাজার ৯৮৯ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ২২ হাজার ১৮২ জন, মহিলা ভোটার ৮ লক্ষ ৯৭ হাজার ৭৮৭ জন, তৃতীয় লিঙ্গ ২০ জন।


প্রার্থী


বিজেপি - জ্যোতির্ময় সিং মাহাতো
তৃণমূল - শান্তিরাম মাহাতো
বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী - নেপাল মাহাতো
আদিবাসী কুড়মি সমাজ - অজিত প্রসাদ মাহাতো
ফরওয়ার্ড ব্লক - সুস্মিতা মাহাতো


বিষ্ণুপুর


৭ টি বিধানসভা হল -
বিষ্ণুপুর,  কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, বড়জোড়া, ওন্দা, খন্ডঘোষ ( পুর্ব বর্ধমান জেলা)


মোট ভোটারের সংখ্যা -  ১৭ লক্ষ ৫৪ হাজার ২৬৮ জন


পুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ৮৮ হাজার ৮৯১ জন


মোট মহিলা ভোটার সংখ্যা - ৮ লক্ষ ৬৫ হাজার ৩৭৫ জন


মোট  তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা  - ২ জন


১০০ বছরের বেশি বয়সের ভোটার - ৪৮


৮৫ বছরের বেশি বয়সের ভোটার - ৯৫২৯


১৮-১৯ বছরের ভোটার সংখা - ৪২৯৮৩


মহিলা পরিচালিত বুথ -  ৩১ টি


বিশেষ ভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত বুথ  টি - ২ টি


মডেল বুথ -১২ টি


ভোট গ্রহণ কেন্দ্র  ১৬১৯ + ২৭১ = ১৮৯০
ওয়েব কাস্টিং - ১০০ শতাংশ


ভোটকর্মী - ৭৫৬০ জন
কেন্দ্রীয় বাহিনী - ৮৭ কোম্পানি
ফ্লাইং স্কোয়াড - ২১ টি


মোট প্রার্থীর সংখ্যা - ৭ জন।


বাঁকুড়া


৭ টি বিধানসভা হল -
বাঁকুড়া, ছাতনা, শালতোড়া, রানীবাঁধ, রাইপুর, তালডাংরা, রঘুনাথপুর ( পুরুলিয়া জেলা)


মোট ভোটারের সংখ্যা -  ১৭ লক্ষ ৮০ হাজার ৫৮০ জন
এর মধ্যে রঘুনাথপুর বাদে বিষ্ণুপুর লোকসভার মোট ভোটার ১৫ লক্ষ ৬ হাজার ৪২১ জন


পুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৭২৫  জন


মোট মহিলা ভোটার সংখ্যা - ৮ লক্ষ ৮২ হাজার ৮৫৪ জন


মোট  তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা  - ০ জন


১০০ বছরের বেশি বয়সের ভোটার - ৫৯


৮৫ বছরের বেশি বয়সের ভোটার -১২৫৬৯


১৮-১৯ বছরের ভোটার সংখা - ৪১৬৪১


মহিলা পরিচালিত বুথ -৩১ টি


বিশেষ ভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত বুথ -২   টি


মডেল বুথ -১১ টি


ভোট গ্রহণ কেন্দ্র  ১৬৬৪ + ২৮১ = ১৯৪৫
ওয়েব কাস্টিং - ১০০ শতাংশ
ভোটকর্মী - ৭৭৮০ জন
কেন্দ্রীয় বাহিনী - ৯১ কোম্পানি
ফ্লাইং স্কোয়াড - ২১


মোট প্রার্থীর সংখ্যা - ১৩ জন



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)