চম্পক দত্ত: দাসপুর ২ নম্বর ব্লকের তেঁতুলতলা বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করেন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব। তারপর নৈহাটি গ্রামে শিব ও শীতলা মন্দিরে পুজো দিয়ে আরিট শীতলা মন্দিরে পূজো দিয়ে বেনাই হয়ে পৌঁছে যান কৈজুড়ি এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা দীপক অধিকারীকে দেখতে রাস্তার ধারে ধারে ভিড় জমান অগণিত দর্শক। এদিন কৈজুড়ি হরিনাম সংকীর্তনে অংশ নেন দীপক অধিকারী। মাইক্রোফোন হাতে দর্শনার্থীদের কাছে দু-এক কথাও বলেন। এক কথায় বৃহস্পতিবার দুপুর থেকে কোথাও মন্দিরে পুজো, কোথাও গাড়ি থেকে নেমে এলাকার মানুষের সাথে কথা, সেলফি, অটোগ্রাফ, আবার আমার কোথাও মাইক্রোফোন হাতে দু'চার কথা। এভাবেই বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর ২ ব্লকের একাধিক জায়গায় প্রচার সারলেন অভিনেতা দেব।


দাসপুরে দীপক অধিকারী বলেন, আমি ভোটে দাঁড়াতাম না। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই দাঁড়িয়েছি। ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ভেবে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। নির্বাচন কমিশনরের কাছে কাজ শুরু করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি খুব শিগগিরই মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। এরপর আপনারাই ঠিক করবেন ভোটটা কাকে দেবেন?


আরও পড়ুন, Abhijit Ganguly: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে!' বক্তব্য ভাইরাল হতেই সাফাই অভিজিৎ গাঙ্গুলির...


Mahua Moitra: '...আমার প্রতি এত আকৃষ্ট, আমার খুব ভালো লাগে!'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)