- দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ছোঁড়ার অভিযোগ, দুর্গাপুরে বিরোধীদের পথ অবরোধ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- হলদিয়ায় প্রার্থী প্রত্যাহার করল বামেরা।


- দুর্গাপুরে ২৯ নম্বর ওয়ার্ডে সিপিএমকে ক্যাম্প অফিস করতে বাধা দেওয়ার অভি‌যোগ।


- হলদিয়ার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের সশস্ত্র দুষ্কৃতীদের হুমকি। ভোট দিলে ফল খারাপ হবে বলে হুমকি বিজেপি সমর্থকদের। হারের ভয়ে মিথ্যা অভি‌যোগ করছে বিরোধীরা, দাবি শুভেন্দু অধিকারীর।


- হলদিয়ায় ১০ নম্বর ওয়ার্ডের ১৩৬ ও ১৩৭ নম্বর বুথে ও ১৮ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভি‌যোগ।


- কুপার্স ক্যাম্পে ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভি‌যোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


- জল জমে থাকায় ধূপগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ ১৬ অগাস্ট।


- বুনিয়াদপুরে ৫ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভি‌যোগ। 


- নলহাটিতে ১৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর সমর্থকদের সঙ্গে তৃণমূলের বচসা। 


ওয়েব ডেস্ক : নির্বিঘ্নেই শুরু হল সাত পুরসভায় ভোটগ্রহণ। রবিবার সকাল ৭টা থেকে দুর্গাপুর, হলদিয়া-সহ সাতটি পুরসভায় ভোটগ্রহণ। ভোটদান করতে বেশ কিছু জায়গায় সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। প্লাবিত ধূপগুড়ি পুরসভাতেও শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলছে নদিয়ার কুপার্স ক্যাম্প, বীরভূমের নলহাটি, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। 


সাতটি পুরসভার মধ্যে ৬টিই রয়েছে তৃণমূলের দখলে। বুনিয়াদপুর পুরসভায় এটিই প্রথম পুরভোট। ভোটগ্রহণের আগেরদিনই রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূ‌র্যকান্ত মিশ্র।


 



পঞ্চায়েত নির্বাচনের আগে পুরনির্বাচনে রাজ্যে তাদের ভোটভিত্তি পরীক্ষা করার সু‌যোগ পেল বিজেপি।