বাঁকুড়া জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল
এক নজরে দেখে নেওয়া যাক বাঁকুড়া জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল
জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত ► বাঁকুড়া
রাঢ়বঙ্গের প্রাণকেন্দ্রে অবস্থিত বাঁকুড়ার ইতিহাস বেশ সমৃদ্ধ। মল্ল রাজাদের সাম্রাজ্যের নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে গোটা জেলায়। দামোদরের দক্ষিণপাড়ের এই জেলার সদর শহর বাঁকুড়া। মোট ৬,৮৮২ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে এই জেলা। মোট জনসংখ্যা প্রায় ৩৬ লক্ষ। জেলায় সাক্ষরতার হার প্রায় ৭১ শতাংশ। বাঁকুড়া জেলায় রয়েছে মোট ৩টি মহকুমা। বাঁকুড়া সদর, খাতড়া, বিষ্ণুপুর। জেলায় রয়েছে ২১টি থানা ও ২২টি ব্লক। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জেলায় কৃষিকাজই মানুষের মূল পেশা। এছাড়া শীতে মনোরম পরিবেশের জন্য জেলার একাধিক পর্যটনকেন্দ্রে প্রচুর পর্যটক সমাগম হয়।
জেলা পরিষদ: মোট আসন- ৪৬ | জেলা পরিষদ: মোট আসন- ৪৬ | ||
২০১৮ | ২০১৩ | ||
তৃণমূল | ৪৬ | তৃণমূল | ৪১ |
বামফ্রন্ট | ০ | বামফ্রন্ট | ৫ |
বিজেপি | ০ | ||
কংগ্রেস | ০ | ||
অন্যান্য | ০ |
অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -
নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।। মালদহ ।। জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম