বীরভূম জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

এক নজরে দেখে নেওয়া যাক বীরভূম জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

Updated By: Jun 5, 2018, 03:25 PM IST
বীরভূম জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল
 
'লাল মাটির দেশ' বীরভূম।  বাউলের বেভুলভোলা সুর এই জেলার বাতাসের আনাচ-কানাচে মিশে। আর সঙ্গে রবীন্দ্রনাথ তো আছেনই। হাতে দু'দিন ছুটি থাকলেই হাতছানি দেয় শান্তিনিকেতন। সংস্কৃতি এবং ধর্মীয় স্থান হিসাবে প্রসিদ্ধ বীরভূমের জনসংখ্যা ৩৫ লক্ষের কাছাকাছি। এই জেলার সদর দফতর  হল সিউড়ি। শিক্ষার হার ৭০ শতাংশ। সিউড়ি সদর, বোলপুর এবং রামপুরহাট এই তিনটি সাব-ডিভিশনে বিভিক্ত বীরভূম। 
 
জেলা পরিষদ: মোট আসন- ৪২ জেলা পরিষদ: মোট আসন- ৪২ জেলা পরিষদ: মোট আসন- -
২০১৮ ২০১৩ ২০০৮
তৃণমূল ৪২ তৃণমূল  ২৬ বামফ্রন্ট -
বামফ্রন্ট  বামফ্রন্ট ১৪ তৃণমূল -
বিজেপি কংগ্রেস    
কংগ্রেস        
অন্যান্য        

 

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

 

.