নিজস্ব প্রতিবেদন:  ভোট পরবর্তী ‘অশান্তি’ অব্যাহত। তৃণমূল প্রার্থীর স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত নদিয়ার দত্তফুলিয়া গ্রাম। নিহতের নাম প্রণব বিস্বাস। এই নিয়ে ভোটের বলি হল ২২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পঞ্চায়েত 'হিংসা' কড়া পদক্ষেপ আদালতের


নদিয়ার দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রণব বিশ্বাসের স্ত্রী অমরী এবার প্রার্থী হয়েছেন। অভিযোগ, সোমবার ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন বরণবেরিয়া এলাকায় বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা ভোট লুঠ করতে আসে। প্রণব বিশ্বাস ও তাঁর অনুগামীরা ভোট লুঠে বাধা দেন। তারই জেরে প্রণবকে খুন করা হয়েছে বলে অভিযোগ।


আরও পড়ুন: ভোটের বলি অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ২১


মঙ্গলবার সকালে বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রণব। অভিযোগ, আচমকাই বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। প্রথমে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাঁকে। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রণব বিশ্বাসকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।