নিজস্ব প্রতিবেদন: পুনর্গণনায় উল্টে গেল ফল। পুরুলিয়া জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে জয়ী হল তৃণমূল। ভোটগণনায় ওই কেন্দ্রে আগে জয়ী হয়েছিল বিজেপি। রবিবার ৩৮ নম্বর ওয়ার্ডে গণনা হয়। ফের ভোট গণনা কেন ? প্রশ্ন তুলেছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুলিয়া জেলার রঘুনাথপুরে জেলা পরিষদের ৩৮ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে পাঁচশো ভোটের ব্যবধানে জিতেছিল বিজেপি। রবিবার সেখানে পুনর্গণনা হয়। আর ফের গণনার পর জয়ী বদলে গেল। হাজারের বেশি ভোট পেয়ে জেতেন তৃণমূল প্রার্থী।ফল উল্টে যাওয়ার পর প্রত্যাশিতভাবেই শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পুনর্গণনার ফল মানতে অস্বীকার করেছে তারা। বিজেপির দাবি, প্রশাসনের মদতে তাদের জেতা আসন কেড়ে নিয়েছে তৃণমূল। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। 


বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তাদের পাল্টা দাবি, ভোটের দিন তৃণমূল এজেন্টকে গণনাকেন্দ্র থেকে বের করে দিয়েছিল বিজেপি। তাদের দাবি মেনেই ওই কেন্দ্রে পুনর্গণনার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 


আরও পড়ুন- বিরোধী জোটকে অটুট রাখতে কি মমতার অস্ত্রেই বাজিমাত কুমারস্বামীর?