নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্য-কমিশন মতানৈক্য। মনোনয়ন জারি নিয়ে বিজ্ঞপ্তি জারি হল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য চেয়েছিল শুক্রবারই মনোনয়ন জমা নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে। সেক্ষেত্রে শনিবার  মনোনয়ন জমা করতে চেয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের এই দাবি মেনে নেয়নি নির্বাচন কমিশন।


কমিশন চাইছে,  শনিবার মনোনয়ন জমা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে। সোমবার মনোনয়ন পেশ করাতে চাইছে কমিশন।


আরও পড়ুন: পঞ্চায়েত রায় নিয়ে বড় পদক্ষেপ তৃণমূলের!


 রাজ্য চায়, ১৩ ও ১৫ মে- এই দুই দফায় ভোট করতে। আর ঠিক এই বিষয়টিতেই নারাজ নির্বাচন কমিশন। কমিশন রাজ্যের নির্ঘণ্টে একমত নয়।


শনিবার মামলাকারী সব দলের সঙ্গে শনিবার কমিশন বৈঠক করবে। এক্ষেত্রে অভিযোগকারীদের মতামত শুনেই এগোতে চায় নির্বাচন কমিশন। তারপর কমিশন কথা বলতে চায় রাজ্যের সঙ্গে। এসবের পরই পঞ্চায়েত নির্বাচনের নতুন নির্ঘণ্ট ঠিক করবে কমিশন।