হাইকোর্টের রায়কে স্বাগত, পঞ্চায়েত মামলা নিয়ে উচ্চ আদালত যাচ্ছে না তৃণমূল: পার্থ

এরপরই তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''সেটা তো আমারও মনে হচ্ছে। হাইকোর্টেই এই মামলার শেষ নয়।'') কল্যাণের এই বক্তব্য সেসময় পঞ্চায়েত মামলার ভবিষ্যত্  সুপ্রিম কোর্টে যাওয়ারই ইঙ্গিত দিয়েছিল বলে মত রাজনৈতিক মহলের।

Updated By: Apr 20, 2018, 06:51 PM IST
হাইকোর্টের রায়কে স্বাগত, পঞ্চায়েত মামলা নিয়ে উচ্চ আদালত যাচ্ছে না তৃণমূল: পার্থ

নিজস্ব প্রতিবেদন: উচ্চ আদালতে যাচ্ছে না তৃণমূল। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে সাংবাদিক বৈঠকে বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার পঞ্চায়েত মামলার রায়ে জানান, আগ্রহী নাগরিকদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। সেজন্য পূর্বঘোষিত সূচিতে পরিবর্তন করতে হবে কমিশনকে। 

এই জয়কে 'মানুষের জয়, গণতন্ত্রের জয়' বলে উল্লেখ করছে বিরোধী দলগুলি। এদিন আদালত রায় ঘোষণার পরই তাকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল উচ্চ আদালতে যেতে পারে বলে জল্পনা শুরু হয়। তৃণমূলের যুক্তি ছিল,
প্রথমত: রমজান মাসের আগেই ভোটপ্রক্রিয়া শেষ করার জন্য। 

আরও পড়ুন: ১-এর পরিবর্তে ১৪ জুন রাজ্যে পঞ্চায়েত ভোট? বৈঠকে কমিশন
দ্বিতীয়ত: গত মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানির পর তৃণমূল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। (সেদিন সওয়াল জবাব চলার সময়ে কিছুটা হালকা সুরে বিচারপতি বলেছিলেন, 'এই মামলা এখানে শেষ হবে না।' এরপরই তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''সেটা তো আমারও মনে হচ্ছে। হাইকোর্টেই এই মামলার শেষ নয়।'') কল্যাণের এই বক্তব্য সেসময় পঞ্চায়েত মামলার ভবিষ্যত্  সুপ্রিম কোর্টে যাওয়ারই ইঙ্গিত দিয়েছিল বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: পঞ্চায়েত মামলায় হাইকোর্টের ৫ নির্দেশ
শুক্রবার পঞ্চায়েত মামলার রায় ঘোষণার পরই সেসব জল্পনায় জল ঢাললেন খোদ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন পার্থ বলেন, ''হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে তৃণমূল। দল উচ্চ আদালতে যাবে না।'' তিনি আরও জানান, নবান্ন চাইছে যত দ্রুত সম্ভব পঞ্চায়েত ভোট করতে। সেক্ষেত্রে রমজান মাসের আগেই ভোট শেষ করার ব্যাপারের শাসকদল বদ্ধপরিকর।
১৬ জুন শেষ হবে রমজান মাস। ততদিনে রাজ্যে হানা দেবে বর্ষা। জেলাগুলিতে চড়বে তাপমাত্রার পারদও। তাই ভোটকর্মীদের সুবিধার্থেই প্রচণ্ড গরমের মরশুম শুরুর আগেই ভোট করাতে চাইছে সরকার। এদিন সাংবাদিক বৈঠকে সেই বিষয়টিও স্পষ্ট করেন পার্থ চট্টোপাধ্যায়। 

.