নিজস্ব প্রতিবেদন: ভোট গ্রহণের আগেই বিপুল জয় তৃণমূলের।  ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসনে লড়াই হচ্ছে না। ২০,০৭৬ টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিসংখ্যান বলছে,  গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৪৮,৬৫০।  এরমধ্যে ১৬,৮১৪টি আসন বিরোধী শূন্য। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এই আসনগুলিতে জয়ী তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন: কলকাতায় বেলা গড়াতেই ভয়ঙ্করকাণ্ড, আগেই সতর্ক করেছিল প্রশাসন


পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৯২১৭। মোট আসনের মধ্যে ৩০৫৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বাকি ৬,১৫৮ টি আসনে নির্বাচন হবে।


২০ টি জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৮২৫, তার মধ্যে ২০৩ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ফলে নির্বাচন হবে ৬২২ টিতে।


সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদে ১০০০ মনোনয়নপত্র জমা দিয়েছিল তৃণমূল, বিজেপি জমা দিয়েছে ৭৮২ টি মনোনয়নপত্র অন্যদিকে, সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ৫৩৭ ও ৪০৭ টি মনোনয়নপত্র জমা দিয়েছে।


আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে ৮ ব্লকে গ্রাম সংসদ-পঞ্চায়েত সমিতির বহু আসনে বিনা লড়াইয়েই জয়ী তৃণমূল


পঞ্চায়েত সমিতিতে ১২,৫৯০টি মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল। বিজেপি, সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ৬,১৪৯, ৪,৪০০ ও ১৭৪০ টি মনোনয়নপত্র জমা দিয়েছে।


গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৫৮,৯৭৮টি মনোনয়নপত্র জমা দিয়েছে। বিজেপি, সিপিএম ও কংগ্রেস জমা দিয়েছে যথাক্রমে ২৭,৯৩৫, ১৭,৩১৯ ও ৭৩১৩টি মনোনয়নপত্র।