নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিককালে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি, রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে প্রায়শই এমন কথা শোনা যেত। এবার পঞ্চায়েত ভোটের জনাদেশ, সেই বিশ্লেষণকে আরও প্রতিষ্ঠা দিল বলে মনে করা হচ্ছে। কংগ্রেস ও বামেদের ছাড়িয়ে এবার সব জেলাতেই দুনম্বরে গেরুয়া শিবির। আর দলের এই ফলে প্রত্যাশিতভাবেই খুশি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ''খুব একটা খারাপ ফল হয়নি। ভাল ফল। মাথায় রাখতে হবে অধিকাংশ জায়গায় ভোট দিতে দেওয়া হয়নি। সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। ছাপ্পা মারা হয়েছে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারের পঞ্চায়েতের ফলের সৌজন্যে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপি যে যথেষ্ট রসদ পেল, তাও স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ''আমরা খেলব, জিতব, বাকিরা দেখবে। একবছর আগে থেকে পঞ্চায়েতের প্রস্তুতি নিয়েছি। তার ফলও মিলছে। খেলোয়াড়, রেফারি, লাইন্সম্যান সবাই আমাদের বিরুদ্ধে একজোট, তা সত্ত্বেও ভাল করেছি। আরও ভাল হওয়া উচিত ছিল। লোকসভাতেও ভাল ফলের আশা করছি।'' 


কিন্তু, এদিন মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, বিজেপির জয়ী প্রার্থীরা যোগাযোগ করছেন। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে তাঁর দল। উল্লেখ্য, এর আগে পুরভোটে নিজেদের জয়ী প্রার্থীদের ধরে রাখতে পারেনি বিজেপি। ফলে, এবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না কি খেলা ঘোরাতে পারবে দিলীপ ঘোষেরা? রাজ্য বিজেপি সভাপতির সটান জবাব, ''খুব বেশি হেরফের হবে না। জয়ী প্রার্থীদের আগলে রাখব। এক-দুজন যেতেই পারেন।''


আরও পড়ুন- সূবর্ণরেখার পাড়ে বিজেপি-তৃণমূল সমানে-সমানে টক্কর