নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল নির্বাচন কমিশনের। বুধবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রনাথ সিং জানালেন,  রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। রাজ্যকেও এবিষয়ে নির্বাচন কমিশন জানাবে বলে সূত্রে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে কত বাহিনী রয়েছে রাজ্যের কাছে? কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের


মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের দ্বিতীয় দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। তারপরই নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল। বুধবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অমরেন্দ্রনাথ সিং। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ইস্যু নিয়েই বৈঠকে আলোচনা হয়। পঞ্চায়েত ভোটের বাহিনী প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার অমরেন্দ্রনাথ সিংয়ের কাছে তথ্য চান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।