নিজস্ব প্রতিবেদন: সিমবক্স কাণ্ডের তদন্তে নদিয়ায় (Nadia) তল্লাশি চালাল রাজ্য পুলিস (West Bengal)। নাকাশিপাড়ার (Nakashipara) একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অনেকগুলো রাউটার, সিমবক্স এবং মোডেম উদ্ধার করল পুলিস। সিমবক্স কাণ্ডে (Sim Box Case) ধৃত ইরশাদকে জেরা করেই ওই জায়গার খোঁজ পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চলে অভিযান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ওই বাড়ি থেকে তিনটি সিমবক্স উদ্ধার করেছেন রাজ্য পুলিসের STF-এর তদন্তকারীরা। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি রাউটার, মোডেম ও ফ্রিকুয়েন্সি মডিউলেটরস। তদন্তকারীরা জানিয়েছেন, রাজ্যর বিভিন্ন জায়গায় এই সিমবক্স কাণ্ডের (Sim Box Case) অভিযুক্তরা ছড়িয়ে ছিলেন। অনেকে এখনও রয়েছেন। 


আরও পড়ুন: Weather Today: ফের জোড়া ঘূর্ণাবর্তের জের, রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা


আরও পড়ুন: Shyamaprasad Mukherjee: বেনামে ব্যাঙ্কের লকারে 'স্বর্ণভাণ্ডার', চক্ষু চড়কগাছ পুলিসের


মূলত ভারতীয় টেলিকম সংস্থাগুলোকে বাইপাস করে ভারতীয় সিম ব্যবহার করে বিদেশী কল করত অভিযুক্তরা। তবে কেবল প্রতারণার জন্য ওই সিমগুলো ব্যবহার করা হতো, নাকি এর সঙ্গে কোনও জঙ্গি কার্যকলাপের যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।