নিজস্ব প্রতিবেদন : পরপর ৪ বার। একশো দিনের কাজের প্রকল্পে সারা দেশে ফের প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী এবারও সেরার সেরা হয়েছে বাংলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যবাসীকে লিখিত বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী ১০০ দিনের কাজে সারা ভারতে প্রথম হয়েছে বাংলা। রাজ্যবাসীকে একথা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সর্ব ভারতীয় স্তরে সেরা কাজের শিরোপা পেয়ে প্রথম বাঁকুড়া, দ্বিতীয় কোচবিহার। সেরা কাজের শিরোপা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাবুরমহল গ্রামপঞ্চায়েতও।


রাজ্য, জেলা, গ্রামপঞ্চায়েত সহ একেবারে তৃণমূল স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল এই শিরোপা। একইসঙ্গে চালানো হয়েছে নিরন্তর নজরদারি। উৎসাহ দেওয়া হয়েছে সৃজনশীল কাজে। এই সবেরই ফল এই স্বীকৃতি। বাংলা একশো দিনের কাজে সেরার সেরা হওয়ায়, দারুণ কাজ ও জাতীয় স্তরে স্বীকৃতির জন্য পুরো টিমকে তাঁর হার্দিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন, মার্ক্স-লেনিন 'বাদ', বিজেপিকে রুখতে রাজ্যে 'সহি হিন্দুত্ব' প্রচার করবে সিপিএম