নিজস্ব প্রতিবেদন: বর্ষা শুরুর আগেই দুর্যোগের মুখে রাজ্যবাসী। নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল। এরইমধ্যে ১১ জুন বঙ্গে বর্ষার আগমন। বঙ্গোপসাগরে নিম্মচাপ ঘনীভূত এবং সেই সঙ্গে ভরা কোটাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্রাপাতের পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পার। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা। 


আজকে সর্বোচ্চ ৩৬ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ম তাপমাত্রা ২৬ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫%৷ মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রপাতের সম্ভবনা। 


আরও পড়ুন, ক্যাফেতে বসেই তৈরি হতো Covid Test-র রিপোর্ট, পুলিসের জালে শিলিগুড়ির যুবক


এদিকে সোমবার বজ্রপাতে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২৭ জন। মঙ্গলবার বাজ পড়ে বীরভূমে মৃত্যু হয়  ২জনের। 


বঙ্গপোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী ১১ জুন থেকে ১৪ জুনের মধ্যে, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেজন্য আগামী ৯ জুনের নদী উপকূলগুলোকে মেরামত করে ফেলতে হবে। ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে, তা সারিয়ে ফেলতে হবে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে।