অয়ন ঘোষাল: কনকনে শীতে কাঁপছে বাংলা। ৯ জেলায় শৈত্য প্রবাহ। উপকূল বাদে বাকি সব জেলায় প্রায় শৈত্য প্রবাহের অনুরূপ পরিস্থিতি। বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ। বুধবার থেকে বঙ্গে কমবে শুষ্কতা। বাড়বে জলীয় বাষ্পের পরিমান। সাময়িক ছেদ পড়বে শীতের আমেজে। সোমবার পর্যন্ত তাপমাত্রায় খুব হেরফের নেই। সোমবারের পর পারদ কিছুটা উত্থানের পূর্বাভাস।সোমবারের পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বিকেল থেকে রাজ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Bangladesh: '৪ দিন কেন, ৪০০ বছরেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ', বিস্ফোরক ফুরফুরা শরীফের পীরজাদা


শৈত্য প্রবাহ


রাজ্যে শৈত্য প্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি রবিবার রাত পর্যন্ত। শৈত্যপ্রবাহ পশ্চিমের সাত জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলা শৈত্য প্রবাহের কবলে। জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। কাল সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট বাড়তে পারে।


নিম্নচাপ


দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ দুপুরের পর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী ২-৩ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার তামিলনাডু পন্ডিচেরি করাই কালে প্রবল বৃষ্টির আশঙ্কা।


আরও পড়ুন- Allu Arjun Arrested: জামিন পেয়েও সারারাত জেলের মেঝেতেই ঠাঁই অল্লুর! বেরিয়েই 'পুষ্পা' বললেন...


কলকাতা


রাতের তাপমাত্রা ১২.৫ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৩ থেকে ৯৩ শতাংশ।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)