Bengal Weather: ফের নিম্নচাপের ভ্রুকুটি! দানা বাঁধছে `ফিনজল`, শীতের আমেজ বজায় থাকবে?
Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সর্তকতা। মৎস্যজীবীদের জন্যে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা। সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে।
অয়ন ঘোষাল: দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবার দুপুরের মধ্যে এই ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। নজর রাখছেন আবহাওয়াবিদরা। পরবর্তী সময় অর্থাৎ ২৬ তারিখ বিকেলের পর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে কিছু আন্তর্জাতিক আবহাওয়া মডেল দাবি করেছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ফিনজল।
আরও পড়ুন, kartik puja 2024: কার্তিক পুজোয় ভাইরাল নাচে সেনসেশন কাটোয়ার এই পুলিসকর্তা!
তবে ঘূর্ণিঝড় নিয়ে ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত কোনও পূর্বাভাসের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেটি শ্রীলঙ্কা দ্বীপের কোনও একটি উপকূলে ল্যান্ডফল করতে পারে বলে এখনও পর্যন্ত বিভিন্ন মডেল দাবি করেছে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না আমাদের রাজ্যে।নিম্নচাপের কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা। পর্যটকদের আবহাওয়া দফতরের সতর্কবার্তা এবং এসএমএস বারবার দেখার অনুরোধ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সর্তকতা। নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু। মৎস্যজীবীদের জন্যে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা। দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে। ওই জোনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। শীতের আমেজ বজায় থাকবে। কয়েক জেলায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শীতের হালকা আমেজ বহাল। নতুন করে তাপমাত্রা খুব বেশি উত্থান পতনের পূর্বাভাস নেই। বিহার লাগোয়া উত্তরের দুটি জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা।
কলকাতায় রাতের তাপমাত্রায় কিছুটা পতন। দিনের তাপমাত্রা মোটের ওপর প্রায় একই। বুধবারের পর রাতের পারদ আরও সামান্য নামতে পারে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই। কলকাতাতে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ হলেও দুপুরের পর পরিষ্কার আকাশ হয়ে যাবে।
সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা হতে পারে শহরের কোনও কোনও ফাঁকা এলাকায়। রাতের তাপমাত্রা ১৯.৮ থেকে কমে ১৮.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৮.৪ থেকে সামান্য কমে ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৮ থেকে ৯৭ শতাংশ। এর জেরে আর দুপুরে কিছুটা আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে চলেছে কলকাতায়।
আরও পড়ুন, Humayun Kabir: 'মারছে মুসলমান, মরছে মুসলমান', ফের বিস্ফোরক ডেববার তৃণমূল বিধায়ক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)