অয়ন ঘোষাল: চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। দক্ষিণবঙ্গের ১২ জেলায় ৪০ ছুঁল বা ছাড়িয়ে গেল পারদ শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেল। কলকাতার আলিপুরে ৪১ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ, সল্টলেকে ৪২। বেশ কয়েকটি জেলায় তার থেকেও বেশি গরম। আগামী ৫ দিন একইরকম তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় তাপপ্রবাহ শুরু। কারণ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে পারদ কাল পৌঁছল ৪১ ডিগ্রিতে। রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আপাতত পুড়বে দক্ষিণবঙ্গ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, চোখে জল জ্যাংগোর! সন্তানসম পোষ্য়ের জন্য সুইসাইড নোটে আদরমাখা চিঠি দম্পতির



আরও পড়ুন, Recruitment Scam: ১০ ঘণ্টা পার, মিলল অ্যাডমিট-নথি! নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI তল্লাশি তৃণমূল বিধায়কের বাড়িতে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)