নিজস্ব প্রতিবেদন: সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। আর তার হাত ধরেই সক্রিয় মৌসুমি বায়ু। রাতভর বৃষ্টিতে থইথই দক্ষিণবঙ্গ। বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া ও কলকাতার অবস্থা সব থেকে শোচনীয়। নাগাড়ে বৃষ্টিতে বৃহস্পতিবার সকালে জল জমেছে নীচু জায়গাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাতে বৃষ্টি নামে কলকাতা ও লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। রাতভর নাগাড়ে চলে বৃষ্টি। বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। যার জেরে সকালে বিভিন্ন নীচু জায়গায় জল জমে যায়। জমা জলে সকালে অফিসমুখী জনতার নাজেহাল দশা। 


কলকাতার বিভিন্ন অংশে গোড়ালি থেকে হাঁটু সমান জল জমেছে। জল জমেছে কলকাতা লাগোয়া দমদম ও বিধাননগরের একাধিক জায়গাতেও। রাতভর বৃষ্টিতে দমদম থানার ভিতরে জল জমে যায়। তার মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন পুলিসকর্মীরা। জল জমেছে বিমানবন্দর থানার ভিতরেও। দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে জল জমে দুর্ভোর্গে পড়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে তাঁরা বিক্ষোভ দেখান। জল জমেছে বিধাননগরের একাধিক জায়গায়। বিধাননগরের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গায় গোড়ালি থেকে হাঁটু সমান জল। 


মাথায় গুরুতর চোট ফুটবল পাগল কিশোরের, ফেরাল ৪ হাসপাতাল


কলকাতার নীচু এলাকাগুলিতেও জল জমেছে। ঠনঠনিয়া ও লাগোয়া উত্তর কলকাতার নীচু এলাকাগুলিতে হাঁটু সমান জল। জল জমায় কলকাতা ও শহরতলিতে যানবাহনের গতি স্লথ। বহু জায়গায় গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হয়েছে। 


কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, পুরোদমে কাজ করছে তাঁদের নিকাশি ব্যবস্থা। দ্রুত জল বার করতে কাজ করছে সমস্ত পাম্পিং স্টেশনের সব ক'টি সচল পাম্প। 


এক নজরে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বৃষ্টিপাতের পরিমান


কলকাতা ৩৬.৮


ডায়মন্ড হারবার ১০.৩


কৃষ্ণনগর ২৮.৬


দিঘা ১০.৭


বর্ধমান ১৯.৪


বাঁকুড়া ১০.৬


আসানসোল ৬২.৬


বোলপুর ৮.৩


বহরমপুর ৩৪


মালদা ১১.৯


কোচবিহার ১৯.২


জলপাইগুড়ি ৭.১


দার্জিলিং ৮ 


মাপ মিলিমিটারে