Weather Report: মহালয়ার আগে বাংলায় দুর্যোগ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা রাজ্যজুড়ে
রবিবারে `রবি`র দেখা পাওয়ার সম্ভাবনা কম। বরং মেঘলা আকাশ নিয়েই সারাদিন কাটবে বঙ্গবাসীর। এদিকে, সোমবারেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা রয়েছে। পরবর্তীতে তা নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগে বৃষ্টিই যেন অসুর! মহালয়ের প্রাক রবিবারে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবারে 'রবি'র দেখা পাওয়ার সম্ভাবনা কম। বরং মেঘলা আকাশ নিয়েই সারাদিন কাটবে বঙ্গবাসীর। এদিকে, সোমবারেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা রয়েছে। পরবর্তীতে তা নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে। এদিকে, পুজোর আগে কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। কিন্তু বৃষ্টির চোখরাঙানিতে সেখানেও চিন্তা বাড়ছে। এবারে বর্ষার সময় বৃষ্টির ঘাটতি ছিলই। কিন্তু সেপ্টেম্বরের শেষ লগ্নেও যে ভাসাবে বর্ষা, প্রাথমিকভাবে সে আশা কেউই করেনি। তবে পুজোর চার দিন বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন, BJP Nabanna Abhiyan: নবান্ন অভিযানে পুলিসের গাড়িতে অগ্নিসংযোগ বিজেপি কাউন্সিলের ছেলের!
সাগরে নিম্নচাপে রাজ্যজুড়ে মহালয়ার আগেই ফের প্রবল বর্ষণের পূর্বাভাস। দক্ষিণ থেকে উত্তর, রেহাই মিলবে কোনও জায়গাতেই। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে উত্তরবঙ্গবাসীর কপালে ভাঁজ। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সব ক'টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তা পরিবেশে তেমন প্রভাব ফেলবে না। বাতাসের আর্দ্রতাও এখন অনেকটা কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৯ শতাংশ। কয়েকটি জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, Cow Smuggling: ভোলে ব্যোম রাইস মিলের নথি চাইল সিবিআই, এবার কি ফের জেরা অনুব্রত-কন্যাকে!