অয়ন ঘোষাল: নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বদল। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু'এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Kali Puja 2024: পুকুর থেকে উঠলেন সোনার বরণ মা! পুজোর আগেই কাটোয়ায় চাঞ্চল্য...


কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাই ফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কালীপুজোর আগে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 


মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার শুরু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া।


জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোন কোন জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।। বৃষ্টির সম্ভাবনা কমবে নিচের দিকের জেলাগুলিতে নভেম্বরের শুরু থেকে। শুষ্ক আবহাওয়া শুক্রবার থেকে মালদা ও দুই দিনাজপুরে এবং ক্রমশ জলপাইগুড়িতেও। 


মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বাড়বে কাল। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা সব জেলাতেই বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বৃহস্পতিবারেও।


কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কালীপুজোতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি। 


কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ। 



আরও পড়ুন, West Bengal News LIVE Update: কাইজার স্ট্রিটে এলোপাথাড়ি কোপ বছর ২৬-এর যুবককে...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)