Weather Today: শীতে কাঁপছে জেলা, মাসের শেষে জমিয়ে ব্যাটিং ঠান্ডা
এরকম আবহাওয়াই আপাতত আগামী কয়েকদিন চলবে বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
নিজস্ব প্রতিবেদন: শেষ বেলায় খেল দেখাচ্ছে শীত। প্রবল উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা কমেছে অনেকটাই। এরকম আবহাওয়াই আপাতত আগামী কয়েকদিন চলবে বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। উত্তরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমেছে অনেকটাই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল ছিল ১১.৮ ডিগ্রি।
তবে রবিবারের তুলনায় আজ ঠান্ডা একটু কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৭ শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ শতাংশ।
তবে বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত থাকবে। চলতি মরশুমে গত ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ২ ডিগ্রিতে। শীতে কাঁপছে জেলাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। মঙ্গল-বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ।
আরও কমতে চলেছে উত্তরবঙ্গের তাপমাত্রা। আগামী ২দিন স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। তবে বুধবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার অবধি পরিষ্কার ঝকঝকে থাকবে পাহাড়ের আকাশ।