নিজস্ব প্রতিবেদন: বিজেপি-তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র সবং। বিজেপির কর্মীদের মারধর, বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজেপির ঘরোয়া বৈঠক চলাকালীন হামলা চালায় তৃণমূল।   ঘটনায় দুই দলের বেশ কিছু কর্মী আহত হয়েছে বলে খবর। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির অভিযোগ, তাদের ঘরোয়া বৈঠক চলাকালীন, হঠাৎই রড-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। ৫টি বাইক ভাঙচুর করে বলেও অভিযোগ করেছে বিজেপি।  বোমার আঘাতে গুরুতর আহত হন দুই মহিলা-সহ পাঁচজন বিজেপি কর্মী। জানা গিয়েছে, বিজেপির সবংয়ের তৃণমূল হামলায় বিজেপির ৮ সদস্য জখম এবং তাঁদের মধ্যে ২ জন মহিলা।


অন্যদিকে তৃণমূল এই অভিযোগকে অস্বীকার করে তাঁরা জানিয়েছে,  তৃণমূল কর্মীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করে। ব্যাপক মারধর করে। ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন।  এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিস বাহিনী। দু’দলই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে, জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।