চম্পক দত্ত: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জয়ী প্রার্থী। তৃণমূলে যোগদান করলে দেওয়া হবে ৩০ লক্ষ টাকা। এমনকি অন্যান্য জয়ী প্রার্থীদের নিয়ে আসলে দেওয়া হবে অফার। শাসক দল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ সাইকেল চিহ্নে জয়ী নির্দল প্রার্থীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনকি ওই নির্দল প্রার্থীকে তৃণমূলেড় নেতারা ফোনে যোগাযোগ করে গোপনে দেখা করার কথা বলছেন বলেও অভিযোগ করে প্রকাশ্যে আনা হয় এক ফোন কল রেকর্ড। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম শোরগোল।


আরও পড়ুন: Bengal Weather Today: কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি, বৃহস্পতিবার থেকে বাড়বে উত্তরবঙ্গে


জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ১ নম্বর সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে, এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দখলে ১০টি, বিজেপির দখলে ১০টি। অন্যদিক বিজেপি বিক্ষুব্ধ নির্দল জয়ী হয়েছে ১টি আসনে। আর সেই গ্রাম পঞ্চায়েতকে দখল করবে তাই নিয়ে ইতিমধ্যেই বিজেপি আর তৃণমূলের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।


জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা বুথে বিজেপি-র নেতা কৌশিক জানা বিজেপিতে টিকিট না পেয়ে তীব্র ক্ষোভে সাইকেল চিহ্নে নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়েন। নির্দল প্রার্থী হয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন।


বর্তমানে সেই নির্দল প্রার্থীকে নিয়ে টানাটানি শুরু করেছে শাসক দল তৃণমূল ও বিজেপি। বিজেপি নেতৃত্ব আশাবাদী জয়ী কৌশিক বরাবরই তৃণমূল বিরোধী,ফলে আর যাইহোক সে কখনও তৃণমূলে যাবেনা। ফলে বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করবে। আর অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি তারাই গ্রাম পঞ্চায়েত দখল করবে।


এই গ্রাম পঞ্চায়েতের দখলের মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন নির্দল প্রার্থী কৌশিক জানা। কৌশিকবাবুর অভিযোগ তৃণমূলের নেতারা তাকে ৩০ লক্ষ টাকা অফার করেছে তৃণমূলে যোগদান করার জন্য। এমনকি অন্যান্য প্রার্থীদের যোগদান করালেও রয়েছে বড় অফার। তবে ৩০ লক্ষ টাকা অফার এখনও গ্রহন করেনি নির্দল প্রার্থী।


আরও পড়ুন: Kakdwip Blast: ফের তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ! কেঁপে উঠল গোটা গ্রাম...


তবে তার যেটা দাবি তিনি সাধারণ মানুষের ভোটে জয়যুক্ত হয়েছেন তাই তিনি তৃণমূলেরও না বিজেপিরও না। তাকে যে সমস্ত মানুষ ভোট দিয়েছেন তারা যেটা বলবেন সেটাই তিনি মেনে নেবেন। সঙ্গে তিনি এও বলেন, দলকে তিনি ভালোবাসেন। দল যদি অফার দেয় তিনি ভেবে দেখবেন। তবে যাই হোক এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, ‘ঘাটালের তৃণমূল নেতারা ফোন করছেন সমস্ত বিজেপি কর্মীদের এমনকি কৌশিক জানাকেও টাকার অফারও করেছেন’। তবে যাই হোক নির্দল প্রার্থী বিজেপিতেই যোগদান করবে বলে নিশ্চিত বিজেপি বিধায়ক।


ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি ও জেলা পরিষদ আসনে জয়ী শঙ্কর দোলইয়ের নির্দল প্রার্থীকে ফোন করার একটি কল রেকর্ডও প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘন্টা। সেখানে শোনা গিয়েছে তৃণমূল নেতা শংকর দোলই নির্দল প্রার্থীকে গোপনে দেখা করার কথা বলছেন। তবে সমস্ত কথা অস্বীকার করেছে তৃণমূল নেতা শঙ্কর দোলই। যদিও তিনি বলেন এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে, প্রমাণ দিতে পারলে তিনি রাজনিতি ছেড়ে দেবেন।


অপরদিকে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেছেন, ‘তৃণমূলের কোনও নেতা এই ধরনের ফোন করতে পারেনা, প্রমান হলে দল প্রয়োজনে ব্যবস্থা নেবে’। তবে গোটা ঘটনায় তৃণমূল বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে সিপিআইএম।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)