নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পয়লা জুন থেকেই খোলা যাবে রাজ্যের সমস্ত ধর্মস্থান। তবে এদিন খুলছে না বেলুড় মঠ। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬-২০ জুনের মধ্যে ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন। বেলুড় মঠে সাধারণ সম্পাদক স্বামী
 সুবীরানন্দ জানালেন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঠে মানা হবে একাধিক সুরক্ষাবিধি
কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই মঠে প্রবেশ।
একসঙ্গে ১০ জনের বেশি মঠে প্রবেশ করতে পারবেন না ।
প্রত্যেক দর্শনার্থীকে করা হবে থার্মাল চেকিং।


সোমবার থেকে ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরি চলাচল, পরিস্থিতি বুঝে বাড়ানো হবে সংখ্যা
জুতো রাখার বিশেষ বন্দোবস্ত থাকবে।
সময়সীমা সকাল ৯ টা থেকে ১১টা ও  বিকেল ৪টা থেকে ৬টা।
 মন্দিরের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রসাদ বিতরণের ব্যবস্থা হতে পারে।

অন্যদিকে, সোমবার দক্ষিণশ্বের মন্দির খোলা সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী জানান, সরকারি স্তরে আলোচনা করে মন্দির খোলার সিদ্ধান্ত নেবেন তাঁরা।