নিজস্ব প্রতিবেদন:  এখনই খুলছে না তারাপীঠ মন্দির। রবিবার বৈঠকে সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।
তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ তারিখ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বৈঠকের ওপর নজর রাখা হচ্ছে। তা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।


৩৬ ঘণ্টার মধ্যে ঠাকুরবাড়িতে চুরির কিনারা করল পুলিস, ধৃত ৩
২০ জুন মন্দির কমিটি আরও একটি বৈঠক করবে। সেই বৈঠকেই মন্দির খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে শনিবার থেকেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ। প্রথম দিন অনেকেই পুজো দিয়েছেন। মন্দিরের মধ্যে যথাযথ সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। প্রবেশদ্বারের মুখে মেপে নেওয়া হচ্ছে শরীরের তাপমাত্রা। কিন্তু তার আগেই অনেকেই যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না।