নিজস্ব প্রতিবেদন: রাতের আকাশ থেকে ভেঙে পড়ল বাক্সের মতো কোনও বস্তু। তাতে আবার জ্বলছে সবুজ আলো। এনিয়ে তীব্র আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বালা গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুলিস কর্মীর সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, পরিযায়ী শ্রমিক করে ছাড়বো : দিলীপ ঘোষ



দেখতে কিছুটা বাক্সের মতো। রবিবার রাতে সেটি ভেঙে পড়ল বালায়। বাক্সের গায়ে আবার দপদপ করে জ্বলছে সবুজ আলো। বোমা পড়ছে ভেবে আতঙ্কিত হলেন গ্রামবাসী। তবে শেষপর্যন্ত কোনও বিস্ফোরণ ঘটেনি।



জানা গিয়েছে, সাদা বাক্সের মতো জিনিসটি আসলে আবহাওয়া বোঝার জন্য পাঠানো বেলুনের অংশ। এর পোশাকি নাম 'রেডিয়ো সেন্ডিং বেলুন'। আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝার জন্য এরকম বেলুন ছাড়া হয় আবহাওয়া দফতর থেকে।


আরও পড়ুন-''ভাই সৌভিককে দিয়ে মাদক আনাতাম'' NCB- র জেরায় স্বীকার রিয়ার!


আবহাওয়া দফতর সূত্রে খবর, 'মাটি থেকে ৩৮ কিলোমিটার ওপরে গিয়ে বেলুনগুলি নিষ্কৃয় হয়ে যায়।' সেই বেলুনের টুকরোই ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ইতিমধ্য়েই মাটিতে পড়া ওই বস্তুর খণ্ডগুলি পাঠানো হয়েছে আবহাওয়া দফতরে। তবে রাতে এরকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।