নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বিজেপির রাজকীয় উত্থানের কারণ নিয়ে তৃণমূলের সঙ্গে বাম ও কংগ্রেসের তর্কাতর্কি লেগেই রয়েছে। বুধবার সেই বিতর্ক পৌঁছল বিধানসভায়। বিজেপির উত্থানের দায় এড়ানোর মরিয়া চেষ্টা করল শাসকপক্ষ। আর পালটা আক্রমণে সুর চড়ালেন বিরোধীরাও। এরই মধ্যে ফরাক্কার কংগ্রেসি বিধায়ক মইনুল হক। মুখ্যমন্ত্রীকে তাঁর সরাসরি প্রশ্ন, 'আপনাকে কে বলেছিল ইমামভাতা দিতে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সেই সুযোগে ধর্মীয় মেরুকরণ প্রসঙ্গে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চেপে ধরেন মইনুল সাহেব। শাসকদলের বিরুদ্ধে তাঁর সরাসরি অভিযোগ, 'আপনারাই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ করেছেন। কে বলেছিল আপনাকে ইমাম ভাতা দিতে? কেন রেড রোডে ইদের জামাতে গিয়েছিলেন আপনি? কোনও মহিলা ওখানে যান না। পাপ বাপকেও ছাড়ে না।' 


ব্যস্ত রাস্তা আটকে হনুমান চল্লিশা পাঠ, প্রশ্নের মুখে পালটা হুঙ্কার বিজেপি যুব মোর্চার


এদিন বিধানসভায় সরসারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ অস্বীকার করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কাউকে তোষণ করি না। দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরের প্রভূত উন্নয়ন করেছে এই সরকার। কালীঘাট মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরি করা হবে।'