নিজস্ব প্রতিবেদন : কমল বৈদ্য খুনে নয়া মোড়। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতেই স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী।  সোনারপুরের কমল বৈদ্য হত্যায় প্রাথমিক অনুমান পুলিসের। স্বামীকে খুনের দায়ে এবার গ্রেফতার অভিযুক্ত  স্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, রেকি করে ডাকাতি সল্টলেকে, আতঙ্কে ঘরবন্দি বাসিন্দারা


স্বামীর খুনিদের শাস্তি চাই। সেদিনও দাবি জানিয়েছিলেন  স্ত্রী। এবার সেই স্ত্রীকেই গ্রেফতার করল পুলিস। পুলিসের দাবি, জেরায় কমল বৈদ্যের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে মূল অভিযুক্ত মিঠুন। এবার জেরায় বিবাহ বহির্ভূত  সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে নিহত কমল বৈদ্যের স্ত্রীও।


আরও পড়ুন, পিছন থেকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের


শনিবার সকালে চৌহাটি বাইপাস এলাকা থেকে পাওয়া যায় কমলের গলার নলিকাটা দেহ। তদন্তে নেমে প্রথমে গ্রেফতার করা হয় অনুপম নামে এক যুবককে। তাকে জেরা করতেই উঠে আসে মিঠুনের নাম। এই মিঠুনই খুন করে কমলকে।


আরও পড়ুন, নগ্ন ছবি দেখিয়ে টানা ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ পুরকর্মীর!


ধৃত মিঠুনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কমলের স্ত্রীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বৌমার ফাঁসি চাইছেন কমল বৈদ্যের বাবা। এই খুনের ঘটনার তদন্তের পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য। রহস্যের আরও গভীরে যেতে চাইছেন তদন্তকারীরা।