নিজস্ব প্রতিবেদন: পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়াই স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা
টি ঘটেছে ইংরেজবাজারের এনায়েতপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন গ্রেফতারের আগে অভিযুক্ত স্বামীকে মেডিক্যাল করাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পুলিস ভ্যান ঘিরে বিক্ষোভ দেখায় ওই গৃহবধূর পরিবার। 
জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর বয়স ২৮ বছর। গত ১০ বছর আগে মানিকচকের এনায়েত পুরের বাসিন্দা ইমরান শেখের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। গত ৭ দিন আগে ওই গৃহবধূ আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়।


অভিযোগ, ছেলে না হওয়ায় পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে স্বামী শাবল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় এরপরই ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই গৃহবধূর পরিবার এই ঘটনায় অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির আবেদন জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।